স্টাফ রিপোর্টারঃ অভিনব পদ্ধতিতে অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে আলামিন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। এ সময় ১৮৭টি বিভিন্ন প্রকারের সিম, ১টি ল্যাপটপ ও ৩টি রাউটার ও ইন্টারনেট ক্যাবল জব্দ করা হয়।
র্যাবের এক অভিযানে রবিবার সকালে গাজীপুরের জয়দেরপুর থানাধীন এলাকার দিঘলিয়া গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে ওই যুকককে আটক এবং এসব মালামাল জব্দ করা করা হয়।
র্যাব-২ এর এএসপি আতিক গণমাধ্যমকে জানান, ভিওআইপি’র ব্যবসা চলছে এমন অভিযোগে রবিবার সকাল ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, আগে জিপিআরএস মোবাইল সংযোগের মাধ্যমে ভিওআইপি’র, পিএসটিএন ও ল্যান্ড লাইন ব্যবসা করা হতো, সে পদ্ধতি খুব সহজে ধরা পরার কারণে তারা রিমোট এ্যাক্সেস ব্যবহার করে অত্যাধুনিক পদ্ধতিতে বিটিআরসি’র চোখকে ফাঁকি দিয়ে আসছিল।
তিনি আরো জানান, অবৈধ ভিওআইপি ব্যবসা সংক্রান্ত সকল আর্থিক লেনদেনের ক্ষেত্রে আলামিন ব্র্যাক ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতে। এছাড়া অবৈধ ভিওআইপি ব্যবসা মনিটরিং করার জন্য বিদেশ হতে ক্রয়কৃত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সার্ভারের সাথে এসবিও সফটওয়ারটি ব্যবহার করত। বিটিআরসি’র প্রতিনিধিদল এসবিও সফটওয়ারটি পর্যলোচনা করে দেখেন এর সাথে মনিটরিং এডমিন হিসাবে গ্রেফতারকৃত আলামিনের নাম উল্লেখ করা আছে। এছাড়াও ওই সফটওয়ারটির ব্যবহার করে আলামিন ড্যাশ বোর্ডের মাধ্যমে তার অবৈধভাবে ভিওআইপি ব্যবসার ইনকামিং কলগুলো মনিটরিং করত।
অবৈধ এ ব্যবসায় অনেকেই জড়িত থাকতে পারে বলে র্যাবের ধারণা। গ্রেফতারকৃত আলামিনের বিরুদ্ধে গাজীপুরের জয়দেরপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেফতারকৃত আলামিন গাজীপুরের কাপাশিয়া উপজেলার পলাশবাড়ি এলাকার আলাউদ্দিনের ছেলে।