স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি কর্পোরশন এলাকার পূবাইল থেকে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- পূবাইল হরিবাড়ির টেক এলাকার আবু জাফর মিয়ার ছেলে মামুন মিয়া (৩৪) ও পার্শ্ববর্তী সাপমারা গ্রামের মতিউর রহমানের ছেলে নাদিম (৩০)।
পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হক জানান, বুধবার মধ্যরাতের দিকে গোপনে খবর পেয়ে পূবাইল রেলস্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২০টি ইয়াবাসহ মামুন ও নাদিমকে আটক করা হয়।
বৃহস্পতিবার অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে এসআই একরামুল জানান।
পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হক জানান, বুধবার মধ্যরাতের দিকে গোপনে খবর পেয়ে পূবাইল রেলস্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২০টি ইয়াবাসহ মামুন ও নাদিমকে আটক করা হয়।
বৃহস্পতিবার অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে এসআই একরামুল জানান।