স্টাফ রিপোর্টারঃ পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে তিনটি শিল্প কারখানা মালিককে ৩৪ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দূষণ বিরোধী কার্যক্রম হিসেবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই তিনটি কারখানা মালিককে তলব করে শুনানির পর এ দণ্ডাদেশ দেন।
সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর এ তথ্য জানায়।
এতে জানানো হয়, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং টিম গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডায়িং, ওয়াশিং ও রিরোলিং কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনে পরিবেশ দূষণের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শাহজালাল স্টিল অ্যান্ড রিরোলিং মিলস লিমিটেডকে ২২ লাখ টাকা, রহমান হোসিয়ারী ডাইং অ্যান্ড ফিনিসিং লিসিটেডকে ১০লাখ ও হাজী মো. ডাইংকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
তাছাড়া বায়ু পরিশোধনাগার (এটিপি) নির্মাণ এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে কারখানা পরিচালনার মাধ্যমে বায়ু দূষণের জন্য নারায়ণগঞ্জের শাহজাহান স্টিল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেডকে শনাক্ত করা হয়েছে।