বেইলি রোডের সেই মেয়েটির কথা মনে আছে নিশ্চই। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি পড়ুয়া সেই ছাত্রীটি একের পর এক চমক দেখাচ্ছেন। মাতিয়ে রেখেছেন ঢালিউড পাড়া। পরিচালকের সঙ্গে স্ক্যান্ডাল, বিয়ের গুঞ্জন কোন কিছুই তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বলছি বেইলি রোড সিনেমার সেই নায়িকা আঁচলের কথা।
এখন তিনি আর ওই পরিচয়ে পরিচিত নন। একের পর এক স্বল্পবসনা ছবিতে অভিনয় করে তিনি এখন ঢালিউডের সবচেয়ে হট নায়িকার তকমা পেয়েছেন। তাই মিডিয়ায় আচলকে নিয়ে আলোচনা-সমালোচনা আছেই। এবার আঁচল লুঙ্গি ড্যান্স দিয়ে আরেক বিতর্কের জন্ম দিয়েছেন।
ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবির একটি আইটেম গানের দৃশ্যে বাপ্পির সঙ্গে লুঙ্গি পড়ে নেচেছেন আঁচল…! গানের এক পর্যায়ে আঁচলের লুঙ্গি টেনে ধরেছেন বাপ্পী। এমন একটি ছবি ঢালিউডপাঢ়াসহ ফেসবুকসজুড়ে সমালেচনার ঝড় তুলেছে।
সম্প্রতি বিএফডিসিতে ‘চাকবুম চাকবুম, আইলো কুলসুম, লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স’ শিরোনামের এ গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটিকে বলিউডের নকল আইডিয়া বলে সমালোচনাও করেছেন কেউ কেউ।
শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের লুঙ্গি ড্যান্সের পর বলিউডে দারুণ জনপ্রিয় হয়ে উঠে লুঙ্গি ড্যান্স আইডিয়া। সেই আইডিয়া চুরি করে জনপ্রিয় হতে চাচ্ছেন বাপ্পী-আঁচল জুটি।