স্টাফ রিপোর্টারঃ শ্রমিকনেতা ও সাবেক এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৪তম জন্মদিন রবিবার । এ উপলক্ষে টঙ্গী থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠে বিকেলে জনসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র পুত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আজমত উল্লা খান। এ জনসভায় সভাপতিত্ব করবেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফজলুল হক। এছাড়াও শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৪তম জন্মদিন উপলক্ষে সকালে তার কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী ) আসন থেকে বিগত ১৯৯৬ ও ২০০১ সালে দু’বার আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা স্থানীয় পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের চেয়ারম্যান, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী তার বাসভবন সংলগ্ন নোয়াগাঁও এম এ মজিদ মিয়া স্কুল মাঠে তাকে দিন-দুপুরে গুলি করে হত্যা করে।