স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ জুট কাপড়ের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এসব দুটি বাড়িতেও আগুন ছড়িয়ে যায় । ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় শহিদের পরিত্যক্ত কাপড়ের গোডাউনে আগুন লাগে।
মুহুর্তে আশপাশের কয়েকটি গোডাউন ও রজব আলীর বাড়িসহ দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে গেছে কমপক্ষে ৫০ লাখ টাকার পরিত্যক্ত কাপড়। আগুন লাগার প্রকৃত কারণ না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।