স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের ২০ দিনপর রবিবার ভোর রাতে রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে ঢাকার মগবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবকের নাম সোহেল রানা ওরফে বাবলু (২০)। সে মগবাজার টিএন্ডটি কলোনীর আব্দুল হকের ছেলে।
টঙ্গী মডেল থানার এসআই শাহাদত হোসেন জানান, গাজীপুরের টংগীর আরিচপুরের নুর আলম সিদ্দিকীর মেয়ে ঐশীকে (১৪) বাড়ীর সামনে থেকে গত ২৭ অক্টোবর অপহৃত হয়।
এ ঘটনায় গত ১৫ নভেম্বর অপহৃত ওই ছাত্রীর পিতা বাদী হয়ে টংগী মডেল থানায় মামলা দায়ের করে।
পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রবিবার ভোর রাতে মগবাজারস্থিত টিএডটি কলোনিতে সোহেল রানার বাসায় অভিযান চালিয়ে অপহৃত ঐশীকে উদ্ধার করে। এসময় পুলিশ অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করে।