স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুরে পাওনাদারের হামলা থেকে স্ত্রীর বড় ভাইয়ের ছেলেকে বাঁচাতে গিয়ে এক রেস্তোরাঁ মালিক খুন হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বৌ-বাজার এলাকার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই দুই যুবককে আটক করেছে পুলিশ। টঙ্গী থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, নিহত ইউনুছ আলীর (৫৫) গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানা এলাকায়। তিনি বৌ-বাজারে একটি রেস্তোরাঁ চালাতেন।
আটক দুজন হলেন- নোয়াখালীর বুলবুল আহমেদ জিল্লু (২৪) ও পটুয়াখালীর সাকিবুর রহমান (১৮)।
স্বজনরা জানান, ইউনুসের স্ত্রীর বড় ভাইয়ের ছেলে সুজন স্থানীয় জসিম উদ্দিনের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা ধার নিয়েছিলেন। রাতে ইউনূসের রেস্তোরাঁয় বসে ছিলেন সুজন। জসিম তখন পাওনা টাকা আদায়ে লোকজন নিয়ে সেখানে যান। প্রত্যদর্শীর বরাত দিয়ে এসআই নজরুল বলেন, “সুজন টাকা পরিশোধ করতে পারবে না জানালে জসীমের লোকজন তাকে মারধর শুরু করে। এ সময় ইউনুস ও তার ছেলে মোজাম্মেল হক (৩২) বিরোধ থামাতে এগিয়ে গেলে লাঠির আঘাতে আহত হন।” পরে এলাকাবাসী এগিয়ে এলে জসিমের লোকজন পালিয়ে যায় বলে জানান নজরুল।
আহত তিনজনকে টঙ্গী হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান ইউনুছকে মৃত ঘোষণা করেন।
রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে পুলিশ।