স্টাফ রিপোর্টারঃ ওফাত দিবসে সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকা, মগবাজার, পল্টন, ফার্মগেট, পুরান ঢাকা (হোসনী দালান) থেকে মিছিল বের হয়। শিয়া মসজিদ, মগবাজার, পল্টন থেকে আসা শোক মিছিল ফার্মগেইট এলাকায় মিলিত হয়।
এ সময় পুলিশ পকেটমার সন্দেহে চারজনকে আটক করে।
জানা যায়, পকেটমার সন্দেহে ও মিছিলে চাকু নিয়ে আসার অভিযোগে তাদেরকে আটক করে আজিমপুর থানা পুলিশ।
এদিকে এলেনবাড়ী ড্রাম ফ্যাক্টরি এলাকায় গিয়ে শোক মাতমের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শেষ হয়। প্রায় ৪ শ’ বছর ধরে ১০ মহররম এ অনুষ্ঠান হয়ে আসছে।
জানা যায়, পকেটমার সন্দেহে ও মিছিলে চাকু নিয়ে আসার অভিযোগে তাদেরকে আটক করে আজিমপুর থানা পুলিশ।
এদিকে এলেনবাড়ী ড্রাম ফ্যাক্টরি এলাকায় গিয়ে শোক মাতমের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শেষ হয়। প্রায় ৪ শ’ বছর ধরে ১০ মহররম এ অনুষ্ঠান হয়ে আসছে।