স্টাফ রিপোর্টারঃ টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে হোয়াট ওয়াশ করার পর জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ফলে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক টাইগাররা।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধরনের ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ২৬ রানে আউট হয়ে যায় দুই ওপেনার। সে ধাক্কা সামলে উঠতে না উঠতেই দলীয় ৭০ রানের মাথায় সাজঘরে ফেরেন চার ব্যাটসম্যান। এরপর হাল ধরেন শাকিব আল-হাসান ও মুশফিকুর রহিম। শাকিবের ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি ও মুশফিকের হাফ সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮১রান তুলতে সক্ষম হয়। এই সংগ্রহের পিছনে অন্যতম বড় অবদান ছিল দেশের ১১৩ তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে অভিষিক্ত সাব্বির হোসেনের ২৫ বলে ৪৪রানের ঝড়ো ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা ৬৬ রানের বিনিময়ে ৩টি, চাতারা ৪৮ রানে ২টি, নিম্বু ও কামুনগজি ১টি করে উইকেট লাভ করেন।
২৮২ রানের জবাবে খেলতে নেমে শুরুটাই ভালোই করেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার। হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজার উদ্বোধনী জুটি ৪৪ বলে তুলে ফেলল ৪৭। ঠিক এ সময়ে সাকিব ভেঙ্গে দিলেন সে জুটি। রাজাকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এর সঙ্গে নতুন এক রেকর্ড ছুঁলেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে খালেদ মাসুদের ৩৫টি স্টাম্পিংয়ের রেকর্ড স্পর্শ করলেন মুশফিক। একই ওভারে দারুণ এক ডেলিভারিতে রুবেল হোসেনের ক্যাচ বানিয়ে ভুসি সিবান্দাকে ফেরান সাকিব। সিবান্দার পাশে যোগ হয়নি কোনো রান। ৪৭ রানেই জিম্বাবুয়ের দুই উইকেটের পতন।
তৃতীয় উইকেট জুটিতে ৪৫ রান তুলে জিম্বাবুয়ে আরেকটি প্রতিরোধ গড়ে তুলতে চাইলে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিচক্ষণতার পরিচয় দেন। হঠাৎ বোলিং নিয়ে আসেন মাহমুদউল্লাহকে। এলবিডব্লিউর ফাঁদে ফেলে মাসাকাদজাকে ৪২ রানে ফেরান মাহমুদউল্লাহ। মাসাকাদজা ফিরলে তেমন কোনো বড় জুটি গড়ে ওঠেনি জিম্বাবুয়ের। তবে বাংলাদেশের জন্য চিন্তার কারণ হয়ে দেখা দেন টেলর। মাশরাফির বলে দুর্দান্ত এক ক্যাচে টেলরকে ফেরান মুশফিক। ফেরার আগে টেলরের সংগ্রহ ৫৪ রান। জিম্বাবুয়ের শেষ উইকেট টেন্ডাই চাতারাকে বোল্ড করে দেন সানি। জিম্বাবুয়ে ১৯৪ রানে অলআউট হয়ে গেলে ৮৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।