স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় ট্রাক- প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা নিহত ও ছেলেসহ দুইজন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে প্রথমে বাঘের বাজার এলাকার কাজী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় ওভারটেক করার সময় পাশ কাটাতে গিয়ে সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিতব্য ওই মহাসড়কের ৪ লেন উন্নীতকরণ প্রকল্পের কাজে নিয়োজিত একটি ড্রাম ট্রাকের সাথে ঢাকাগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার আরোহী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পেঙ্গুইনা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে একেএম নূরুল আমিন (৬০) নিহত এবং তার ছেলে আশফাকুল ইসলাম (৩০) ও তাদের প্রাইভেটকারের চালক (২৮) গুরুতর আহত হন। কার চালকের নাম জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় কাজী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন। নূরুল আমিনের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়।