স্টাফ রিপোর্টারঃ জামায়াতের ডাকা হরতালে গাজীপুর নগরীর বাসন সড়ক এলাকায় দু’টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪টার দিকে মহানগরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভির আহম্মেদ, রয়েল ও সোহেল মিয়া।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, জামায়াতের ডাকা হরতাল চলাকালে বুধবার দেড়টার দিকে গাজীপুরের বাসন সড়ক এলাকায় একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে হরতালকারীরা। এরআগে ১০-১২ জন পিকেটার অতর্কিতে যানবাহনে হামলা চালায়। এসময় তারা বেশ কয়েকটি বাসের কাঁচ ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
পুলিশ তাৎক্ষণিকভাবে জড়িতদের ধরতে আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। পরে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকেল ৪টার দিকে কাউন্সিলর তানভির আহম্মেদকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে থেকে ও রয়েল এবং সোহেল মিয়াকে ভোগড়া এলাকা থেকে আটক করা হয়।