স্টাফ রিপোর্টারঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাতায়াতকারী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ১৫ যাত্রী অজ্ঞান পার্টির দেওয়া চানাচুর খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। পরে গুরুতর আহত দুই যাত্রীকে বুধবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন অতিক্রম করার সময় অজ্ঞান পার্টির সদস্যদের দেওয়া ঘুমের ওষুধ মেশানো চানাচুর খেয়ে ১৫ যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে অন্য ট্রেন যাত্রীদের সহয়তায় রাত সোয়া ৮টার দিকে অসুস্থ যাত্রীদেরকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অসুস্থ সৈকত ও হেলাল নামে দু'জনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানিক ও মোজান্মেল নামে দু'জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।