স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়ায় চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (২৫)। সে কাপাসিয়া উপজেলার রায়নন্দ গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রহমান কাপাসিয়া উপজেলার রায়নন্দ গ্রামের রাসত্মার পাশের দোকান ও বাড়ি থেকে রিক্সা ভ্যান, সাইকেল ও মটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় তাকে দেখে স্থানীয় বাজারের নৈশ প্রহরী ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে রহমানকে আটক করে এবং গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ শনিবার ভোরে ঘটনাস্থলে এসে উত্তেজিত এলাকাবাসির কবল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুর রহমান মাদকের একটি মামলায় ৬ মাস কারাভোগের পর গত কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল। এর আগেও সে অপর একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে প্রায় ৩ মাস কারাগারে কাটিয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।