স্টাফ রিপোর্টারঃ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক ও চৌকষ হিসেবে গড়ে তোলা হবে।
একইসঙ্গে প্রত্যেক জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে ব্যবস্থা নেবে সরকার। প্রত্যেক জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শান্তিকালীন সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩০ সেনা কর্মকর্তা ও সদস্যদের হাতে পদক তুলে দেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা ছিল, এখন ডিজিটাল বাংলাদেশ করা হচ্ছে। আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব, আলো দেব। বাংলাদেশ পিছিয়ে থাকবে না। এ হচ্ছে আমাদের লক্ষ্য।
এদিকে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনীর মসজিদগুলোয় ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এতে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।