স্টাফ রিপোর্টারঃ পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং সোমবার গাজীপুরের ২টি পোশাক কারখানাসহ ৩টি কারখানাকে পরিবেশ দুষনের কারনে জরিমানা করেছে।
এছাড়া নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার দূষণকারী ডাইং কারখানাকে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্রের ক্ষতিসাধনের জন্য জরিমানা করেছে । তিন জেলার ওই নয়টি কারখানাকে মোট ৭৫ লাখ টাকা জরিমানা করেছে। কারখানাগুলোর মধ্যে-৪টি ডাইং, ১টি সিরামিক ও ৪ টি মার্সিরাইজ।
কারখানাসমূহের মধ্যে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিরেকে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে তুরাগ নদীতে নির্গমন করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধনের অপরাধে গাজীপুরের ক্লাসিক এ্যাটায়ার্স লিমিটেডকে ৫৪ লাখ টাকা, একই অপরাধে মার্ক ওয়াশিং এন্ড ডাইং কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে।
স্প্রে সেটেলিং ট্যাংক হতে সৃষ্ট তরল বর্জ্য উপচিয়ে সরাসরি পার্শ্ববর্তী জলাশয়ে নির্গমন করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে গাজীপুর জেলার ভবানীপুর এলাকায় অবস্থিত ফার সিরামিকস লিমিটেড কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
নারায়নগঞ্জ জেলার কোয়ালিটি টেক্সটাইল মিলসকে ৮ লাখ টাকা, এন আর জি ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয় পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ব্যতিরেকে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে নির্গমন করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে টাকা।
এছাড়াও, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি নির্মাণ ব্যতিরেকে ডাইং কার্যক্রম পরিচালনা করার অপরাধে সিরাজগঞ্জের ৪টি মার্সিরাইজিং কারখানাকে ১ লাখ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।