স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের জয়দেবপুর থানার বিএসসি মার্কেট এলাকা থেকে ফেন্সিডিল বোঝাই একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃতরা হলেন, মো. সালামম হোসেন (২৬) এবং ট্রাকের চালক মো. রবিউল ইসলাম সুমন (৩২)।
শনিভার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের জয়দেবপুর থানাধীন বিএসসি মার্কেটের সামনে পাকা রাস্তার পার্শ্বে একটি মাল বোঝাই ট্রাকে (যার নম্বর ঝিনাইদহ-ট-১১-০০৮০) অভিযান পরিচালনা করে র্যাব-৪। এসময় ট্রাকের ভেতর থেকে ৯৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা ফেন্সিডিলি গুলো ঢাকায় প্রবেশ করানোর চেষ্টা করেছিল।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।