স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডে একটি কলোনীর ২০টি ঘর পুড়ে গেছে। স্থানীয় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, বেলা আড়াইটার দিকে বাইমাইলের কাদের মার্কেট এলাকার কবির মিয়ার কলোনীতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা প্রথমে স্থানীয় ভাবে আগুন নেভানোর চেষ্ট করে। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিাসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই কলোনীর ২০টি ঘর এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: শাহিন আলম বলেন, বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।