স্টাফ রিপোর্টারঃ গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)’র ওয়ান স্টপ সার্ভিস প্রবর্তনের লক্ষে ইউএনডিপি’র সহায়তায় আয়োজিত ৫ দিন ব্যাপি ওয়ার্কসপের সমাপনি অনুষ্ঠান আজ বৃহস্পতিবার নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, দেশের সবক’টি নগর বাসির সুবিধা বাস্তবায়নে সরকার নানা প্রদক্ষেপ নিয়েছে। মেয়রগণ যে দলেরই হোক না কেন, সরকার তাদেরকে সহযোগিতা দিয়ে নগরবাসির সেবা বাড়াতে চায়। আর নগরবাসি সুবিধা পেলে তার সুফল সরকার ও ওই এলাকার সংসদ সদস্যরা পাবে।
সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল ছাড়াও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নারায়নগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহসীনসহ সিটি কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নগরবাসি জিসিসি ভবনে গিয়ে হয়রানী না হয়ে যাতে একটি নির্দিষ্ট স্থান থেকে তাদের সেবা নেয়ার প্রয়োজনীয় তথ্য জেনে দ্রুত কাজ সারতে পারেন, সে উদ্দেশ্যে গত ২৩ নভেম্বর থেকে এ কর্মশালা শুরু হয়। যাতে গাজীপুর, রাজশাহী ও নারায়নগঞ্জ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ, কালিয়াকৈর ও নওগাসহ ৫টি পৌরসভার মেয়রসহ কর্মকর্তাগণ অংশ নেন।