স্টাফ রিপোর্টারঃ নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৬১ জনের মধ্যে জয়দেবপুর থানা থেকে ৪৯ জনকে আটক করা হয়েছে। অন্য ৫ থানা থেকে বাকি ১২ জনকে আটক করা হয়েছে।
এদিকে জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।