স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধাকে কেন্দ্র করে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি ও বোমার বিস্ফোরণ হয়েছে। এতে চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে চারজনকে।
রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ী রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে ও রাস্তায় ওই ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যমতে, গুলিবিদ্ধ পথচারী জোয়েনা বেগম (৩৫), বিজয় মিয়া (২৬), বিএনপিকর্মী জাহাঙ্গীর আলম (৩৫), ইউনুছ মিয়া (৩৪) গাজীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। বিএনপিকর্মীরা মিছিল থেকে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর শুরু হয় সংঘর্ষ। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১০ পুলিশ ও এক নারীসহ ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর আহতদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান, জাতীয়তাবাদী শ্রমিক দলের গাজীপুর জেলা সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি আহাম্মদ আলী রুশদী ও কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু প্রমুখ বক্তব্য রাখেন।
জয়দেবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক চারজনই বিএনপির ক্যাডার।
বিএনপিকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলে জানান গাজীপুরের পুলিশ সুপার।