স্টাফ রিপোর্টারঃ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও ট্রাফিক আইন অমান্য করায় গাজীপুরের বিভিন্ন স্থানে ২৬৪টি মামলা দায়ের করেছে জেলা ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করা হয়। এছাড়া বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) আলাদাভাবে অভিযান চালিয়ে ২১টি মামলা ও ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে।
গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র ও ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে গাজীপুরের বিভিন্ন স্পটে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করে ২৬৪ মামলা দায়ের করে।
জানা গেছে, জেলার মীরের বাজার এলাকায় ৫০টি গাড়ি, টঙ্গীর বাজার এলাকায় ১২টি, স্টেশন রোড এলাকায় ৪০টি, গাজীপুরায় ১৬টি, কলেজ গেইটে ৪৩টি, চান্দনা চৌরাস্তায় ৭২টি এবং চন্দ্রা ত্রিমোড়ে ২৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ৩৯টি গাড়ি রেকারিং করা হয়।
বিআরটিএ’র সহকারী পরিচালক মাসুদ আলম জানান, ফিটনেসবিহীন গাড়ি, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স না থাকায় জেলা শহরের চান্দনা চৌরাস্তা থেকে শীববাড়ি পর্যন্ত অভিযান পরিচালনা করে ২১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে এসব স্পটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক শেখ রাজিবুল হাসানসহ বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।