স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের মালেকেবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিনসহ রনি নাভাল (২৪) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বড়ুয়াজানি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, অস্ত্র পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তী ঢাকাগামী একটি প্রাইভেটকারকে অনুসরণ করে পিছু নেয়।
পরে প্রাইভেটকারটি গাজীপুর মহানগরের মালেকেরবাড়ী নামক স্থানে পৌঁছলে প্রাইভেটকারের গতিরোধ করে অস্ত্র পাচারকারী রনি নাভাল নামের এক যুবক আটক করা হয়। এসময় প্রাইভেটকারে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে প্রাইভেটকার তল্লাশি চালিয়ে দুটি চীনের এবং ১টি জার্মানির তৈরি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এস আই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।