স্টাফ রিপোর্টারঃ দেশে আন্তর্জাতিক মানের যুব উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
অর্থমন্ত্রী বলেন, যুবকদের মাধ্যমেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ এক সময় সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
অনুষ্ঠানে ১৫ জনকে জাতীয় যুব পুরস্কার ২০১৪ প্রদান করা হয়। এর মধ্যে ১২ জনকে সফল যুব আত্মকর্মী এবং তিনজনকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পুরস্কার দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে বীরেন শিকদার 'শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্র'কে ভারতের রাজীব গান্ধী যুব উন্নয়ন ইনস্টিটিউটের আদলে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।