স্টাফ রিপোর্টারঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় রোববার সকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রাজশাহীগামী সিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার শ্রীফলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী বালু ভর্তি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপারসহ বাসের ১৫ যাত্রী আহত হয়।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে হাবিব দেওয়ান(২০), টিটু খান(২৮), আক্তার হোসেন(৩৮),আনোয়ার হোসেন(২৫),সুমন হোসেন(২৫),মনসুর পাটুয়ারী (৫০), মোয়াজ্জেম হোসেন(৬০), ইজিরন বেগম(৩৫) ও রিপন হোসেন (২২)কে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।