স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন টেক্সটাইল লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোঃ জসিম উদ্দিন গং ঝুটের(পরিত্যক্ত মালামালের) ব্যবসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ওই কারখানা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মালামাল বের করে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেলের পিএস খ্যাত সোহেলের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী জসিমের ওপর হামলা চালায়।
জসিমের লোকজন পাল্টা হামলা চালালে দু’গ্রুপে সংঘর্ষ বাধে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থলে ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থলে কালিয়াকৈর থানা ও শিল্প-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এঘটনায় সোহেল, বাবু, রাসেল, হানিফসহ দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
এব্যাপারে কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেলের বড় ভাই সাইফুজ্জামান সেতু জানান, ঘটনাটির সাথে আমাদের পরিবারের কোন সম্পৃক্ততা নেই।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মোঃ রবিউল ইসলাম জানান, এ ঘটনায় জনৈক মোঃ জাহাঙ্গীর আলম ব্যক্তি বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।