স্টাফ রিপোর্টারঃ কালীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার হওয়া তিন যুবককে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ৭নভেম্বর শুক্রবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দন্ডিতরা হলেন বগুড়ার ধানপুজা এলাকার উজ্জলের ছেলে সজীব (২২), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরনগুলিয়া এলাকার আব্দুল গফুর মিঝির ছেলে ফয়সাল (২২) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরগোল্লা এলাকার আজিজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২১)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই তিন যুবক কালীগঞ্জ উপজেলার বাগদি ব্রীজের ওপর মাদক সেবনকালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের কাছ থেকে ৩শ’গ্রাম গাঁজা ও একটি ছোরাসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের বিরুদ্ধে মাদক সেবন ছাড়াও টঙ্গী-জয়দেবপুর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।