স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার অনিবার্য্য কারনে হঠাৎ স্থগিত ঘোষনা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ শনিবার ২২ নভেম্বর সকাল ১০ টায় প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররমের শহরস্থ বাস ভবন চত্বরে এ সম্মেলন হওয়ার কথা ছিল।
ইতো মধ্যে সম্মেলনকে সফল করার জন্য কাপাসিয়ার সর্বত্র ব্যাপক পোষ্টার, লিফলেট, ব্যানার, বিলবোর্ড, দাওয়াতপত্র সহ মাইকিং করা হয়। সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন ইউনিয়ন থেকে কাউন্সিলারদের সম্মেলনে হাজির করার জন্য প্রচারনাও চালায়। দীর্ঘ দিন পর এ সম্মেলনের দিন ক্ষন নির্ধারন হওয়ার পর গত এক সপ্তাহ যাবত দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক তোড়জোর লক্ষ করা গেছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু হঠাৎ ১৫/১৬ ঘন্টা আগে সম্মেলন স্থগিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পোষ্টার, দাওয়াতপত্র ও মাইকিংয়ের মাধ্যমে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ক্ষমতাসীন আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের পূর্ব মূহুর্তে স্থগিত করার ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দীপক মজুমদার খোকন সম্মেলন স্থগিত প্রসঙ্গে জানান, অনিবার্য্য কারন বশত সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সম্মেলনের তারিখ জানানো হবে।
বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। কিন্তু হঠাৎ ১৫/১৬ ঘন্টা আগে সম্মেলন স্থগিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
পোষ্টার, দাওয়াতপত্র ও মাইকিংয়ের মাধ্যমে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. মোল্লা মোঃ আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। ক্ষমতাসীন আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের পূর্ব মূহুর্তে স্থগিত করার ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দীপক মজুমদার খোকন সম্মেলন স্থগিত প্রসঙ্গে জানান, অনিবার্য্য কারন বশত সম্মেলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সম্মেলনের তারিখ জানানো হবে।
সম্মেলনে আরিফ গ্রুপের সমর্থীত সভাপতি পদ প্রার্থী আলমগীর হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী তায়েব খান কিশোর বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আমরা প্রার্থী ঘোষনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনের নেতা-কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করি। কাউন্সিলে আমাদের বিজয় নিশ্চিত জেনে ভীত হয়ে প্রতিপক্ষ কৌশলে সম্মেলন স্থগিত করেছেন। এ ব্যাপারে তারা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামত ও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলে জানান।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে বিবধমান দু’টি গ্রুপ দীর্ঘ দিন যাবত মূখামূখি রয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ মূল গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। বহিস্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফের নেতৃত্বে অপর গ্রুপটি দীর্ঘ দিন যাবত কোনঠাসা হয়ে রয়েছে। তারা বিভিন্ন সময়ে দলের কেন্দ্রীয় বা জাতীয় কর্মসূচিতে অংশ গ্রহনের চেষ্টা করে ব্যর্থ হয়। আরিফের নেতৃত্বে দলের একটি অংশ মূল রাজনীতির বাইরে অবস্থান করছে। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আরিফ গ্রুপের সমর্থীতরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষনা দেয়ায় দলীয় রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়। সম্মেলনে বড় ধরনের বিশৃঙ্খলা ও আভ্যন্তরীন দ্বন্দ্বের আশংকায় সম্মেলন স্থগিত করা হয়েছে বলে সূত্র জানায়।