স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম মোড়ল (দোয়াত কলম প্রতীক) ৪৪১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত হারুন অর রশিদ (তালা মার্কা) পেয়েছেন ১৭৯৮ ভোট।
নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ ইউনিয়নের চেয়ারম্যান জামালউদ্দিন হজ পালন করতে গিয়ে মারা গেলে পদটি শুন্য হয়।
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার, পুলিশ, র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়।
নির্বাচনে মোট ১৫ হাজার ৭১৮ জন ভোটার ছিলেন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭৬৭৩ জন এবং মহিলা ভোটার ৮০৪৫ জন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ রাত পৌন ৯টায় শান্তিপূর্ণ নির্বাচনে মাহবুব আলম মোড়ল বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে নিশ্চিত করেন।