স্টাফ রিপোর্টারঃ কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী বাজার থেকে রোববার ভোরে এলাকার শীর্ষ স্থানীয় সন্ত্রাসী ফয়সাল (২৮) এবং তার দু’সহযোগি ইকবাল (১৮) ও রাসেল (১৯) কে দেশীয় অস্ত্রসহ থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের আব্দুর রশিদের পুত্র। তার বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, লুটতরাজ, চাদাঁবাজি ও মাদক ব্যবসার অভিযোগে কাপাসিয়া থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
জানা যায়, উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় ফয়সাল বাহিনীর প্রধান ফয়সাল দীর্ঘ দিন যাবত উঠতি বয়সী ছেলেদের নিয়ে একটি শক্তিশালী মাদক ব্যবসার নেটওর্য়াক তৈরী করে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।
রোববার রাতে সে বড় ধরনের কোন অপরাধ সংঘটিত করার জন্য স্থানীয় ত্রিমোহনী বাজার সংলগ্ন একটি ঘরে তার দল-বল নিয়ে অবস্থান করছিল। কাপাসিয়া থানার সাব-ইন্সপেক্টর মঞ্জুদ্দোহার নেতৃত্বে অভিযান চালিয়ে ফয়সাল সহ একই গ্রামের সামসুদ্দিনের পুত্র ইকবাল (১৮) ও দুলালের পুত্র রাসেল (১৯) কে আটক করে। এ সময় সেখানে অবস্থানকৃত আরো ১০/১২ জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে দা, ছুরি, চাপাতি, বল্লম ও টেটা উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ব্যাপারে থানার এসআই মঞ্জুদ্দোহা জানান, ঢাকার বাড্ডা থানার একটি গ্রেফতারী পরোয়ানা বলে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। তার দখলে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে নিয়ে সারা দিন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তার কাছ থেকে এখনও কিছু পাওয়া যায়নি এবং দু’সহযোগির ব্যাপারে থানার ওসি স্যার সিদ্ধান্ত নিবেন।
এ ব্যাপারে থানার এসআই মঞ্জুদ্দোহা জানান, ঢাকার বাড্ডা থানার একটি গ্রেফতারী পরোয়ানা বলে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। তার দখলে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে নিয়ে সারা দিন বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তার কাছ থেকে এখনও কিছু পাওয়া যায়নি এবং দু’সহযোগির ব্যাপারে থানার ওসি স্যার সিদ্ধান্ত নিবেন।