স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড ও দুই শিক্ষকসহ চারজনকে বহিষ্কার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে গণিত পরীক্ষায় নরুন দাখিল মাদরাসার গণিতের শিক্ষক মোঃ হাদিউর রহমান তথ্য গোপন করে কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেন।
রোববার সকালে অতিরিক্ত উত্তরপত্রে প্রশ্ন সমাধান করে শিক্ষার্থীদের মাঝে বিতরণকালে সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি তাকে হাতেনাতে ধরেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে শিক্ষক হাদিউর রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ব্রাহ্মণগাঁও দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাফায়াত উল্লাহ ও সাইলদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ নরুন দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেন আদালত।