স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন আগামীকাল ১৮ নভেম্বর মঙ্গলবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আর মাত্র ১ দিন বাকি। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি¦ প্রার্থীদের প্রচারনার শেষ মূহুর্তে তোড়জোর বেড়ে এখন চরমে।
প্রার্থীদের চোখে যেন ঘুম নেই। সেই কাক ডাকা ভোর থেকে গভীর রাত পযর্ন্ত নির্বাচনী প্রচারনা চলছে। প্রার্থীদের পক্ষে নির্ধারিত প্রতিক নিয়ে তাদের কর্মীরা প্রানান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ যেন নাহি ছাড়ে সমানে সমান। কড়িহাতা ইউনিয়নের সর্বত্রই চলছে এখন নির্বাচনী হাওয়া। এ নির্বাচনী ঝড়ো হাওয়া কার পালে বইবে, সেটিই এখন দেখার অপেক্ষায় সবাই। সাধারণ ভোটাররা এখন হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
প্রথম দিকে প্রার্থীরা স্থানীয় ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন আদায়ের চেষ্টা করলেও এখন আঞ্চলিকতাই মূখ্য বিষয় হয়ে দাড়িয়েছে। দলীয় নীতি নির্ধারকরা একাধিক প্রার্থী দিয়ে প্রথমত বিপাকে পড়লেও বাহ্যত এখন সমর্থন যার বেশী তার পক্ষেই মৌন সমর্থন জানাচ্ছেন। আওয়ামীলীগ-বিএনপি দলীয় প্রার্থী একাধিক হলেও মূল প্রতিদ্বন্দিতা হবে দু’জনের মাঝে এমনটাই ধারনা সাধারণ ভোটারদের। প্রচারণার শুরু থেকেই ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়ে লড়াইয়ের মাঠে রয়েছে । আওয়ামীলীগের ৪ জন, বিএনপির ২ জন, জামায়াতের ১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান পদ প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ সমর্থীত মোঃ মাহবুবুল আলম মোড়ল, (দোয়াত-কলম),মাহবুব মোরশেদ আফাজ (জাহাজ), মোঃ ইব্রাহিম সরকার (মাইক), সাহাবুদ্দিন আহমদ মাষ্টার (কাপ-পিরিচ)। বিএনপি সমর্থীত হারুন অর রশীদ (তালা), মোঃ সাইফুল ইসলাম মোল্লা (আনারস), জামায়াত সমর্থীত মাওলানা আবুল হোসেন (চশমা)।
সরেজমিনে নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ২ নং ওয়ার্ড (পিরিজপুর, রামপুর, শ্রীপুর, বিয়াইদুয়ার, বেগুনহাটি, কড়িহাতা-পূর্ব, পশ্চিম ) থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেই দিক থেকে বিবেচনা করলে এ উপ-নির্বাচনেও এ এলাকা থেকেই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশী। এর আগে এ ওয়ার্ড থেকে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তারা হলেন, মরহুম আব্দুর রহমান পন্ডিত, ফজলুল হক মানিক, জুলহাস উদ্দিন খান, আবু তাহের ও মরহুম জামাল উদ্দিন। বর্তমানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই পুরনো ২ নং ওয়ার্ডের দু’জন তরুন প্রার্থীর নামই মূল প্রতিদ্বন্দিতায় ঘুরে ফিরে আসছে। তাদের একজন হলো উপজেলা আওয়ামীলীগের অর্থ-বিষয়ক সম্পাদক ও পিরিজপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহবুবুল আলম মোড়ল দোয়াত-কলম প্রতিক নিয়ে লড়াই করছেন। অপর দিকে ইউনিয়ন যুবদলের সভাপতি ও ব্যবসায়ী হারুন অর রশীদ তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় রাজনীতির হিসাব-নিকাশ যা-ই হউক না কেন, এই দু’জন প্রর্থীর মধ্যে যিনি অন্য দু’ওয়ার্ড থেকে ভোটারদের সমর্থন আদায়ে সফল হবে, তার বিজয়ের সম্ভাবনাই বেশী।
চেয়ারম্যান পদে ইউনিয়নের মোট ৯ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। কেন্দ্র গুলো হলো- পেচরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তরুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনজাব সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, কড়িহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চর খামের সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়, হিজুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ ইউনিয়নে পুরুষ ভোটার ৭ হাজার ৬ শত ৭৩ জন, মহিলা ভোটার ৮ হাজার ৪৫ জন। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭ শত ১৮ জন।
উল্লেখ, চেয়ারম্যান জামাল উদ্দিনের মৃত্যুতে এ ইউনিয়নে উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আসন শূণ্য ঘোষনা করেছেন। গত ২০১১ সালের ৮ জুন অনুষ্ঠিত কড়িহাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাল উদ্দিন আওয়ামীলীগ সমর্থীত সর্ব কনিষ্ঠ প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হবিকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত ২০ সেপ্টেম্বর সৌদি আরবে হজ্জ পালন করতে গিয়ে মদিনায় ইন্তেকাল করেন। গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রার্থীদের প্রতিক বরাদ্ধ করা হয়েছে।
ভোট গ্রহনের প্রস্তুতি সম্পর্কে কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে একটানা ভোট গ্রহন করা হবে। ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে সকল কেন্দ্রকেই গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।