স্টাফ রিপোর্টারঃ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর রিভিউ পিটিশান করবেন বলে জানিয়েছেন তার আইজীবী শিশির মুহাম্মদ মনির।
বৃহস্পতিবার সকালে কামারুজ্জামানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি আরো জানান, রিভিউ পিটিশান নিষ্পত্তির পরে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন এই জামায়াত নেতা।
এমনকি তার বিরুদ্ধে দেয়া ট্রাইবুনাল ও আপিল বিভাগের রায় কেনো সঠিক নয় সে বিষয়ে ব্যাখ্যা দেবেন।
তিনি আরো জানান, কামারুজ্জামান দেশবাসীর কাছে দেয়া চেয়েছেন। তিনি বলেছেন, যে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে আমার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে একদিন সেই নতুন প্রজন্ম বাংলাদেশে ইসলামের বিজয় ছিনিয়ে আনবে।
ফাঁসির প্রস্তুতি নিতে আইনমন্ত্রীর নির্দেশনার সমালোচনা করে মনির বলেন, রায় প্রকাশের আগে আইনমন্ত্রী কি করে রায় কার্যকরের নির্দেশ দিলেন তা বোধগম্য নয়। এটি সম্পূর্ণ আইন বহির্ভূত।
তিনি আরো বলেন, আপিল বিভাগের শর্ট জাজমেন্ট এখনও কোনো কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়নি। তাহলে কিসের ভিত্তিতে আইনমন্ত্রী রায় কার্যকরের নির্দেশনা দিয়েছেন।
জামায়াত নেতা কামারুজ্জামান অভিযোগ করেছেন, ইসলামী আন্দোলনকে দূর্বল করতে জামায়াত নেতাদের বিরুদ্ধে সাজানো রায় দিয়ে হত্যা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশে ইসলাম দূর্বল নয় বরং আরো শক্তিশালী হবে।