স্টাফ রিপোর্টারঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাক্স চ্যানেল আই সুপার স্টারের সেরা মুকুটটি পরলেন নাদিয়া। নির্বাচিত ‘ফেস অব লাক্স’-এর মুকুট ছাড়াও পুরস্কার হিসেবে নাদিয়াকে দেয়া হয়েছে একটি নতুন গাড়ি। প্রথম রানার আপ হয়েছেন নাজিফা দ্বিতীয় রানারআপ হয়েছেন নীলা।
প্রথম রানারআপকে পাঁচ লাখ ও দ্বিতীয় রানারআপকে তিন লাখ টাকা।
এছাড়া তাদের জন্য রয়েছে নানা উপহার সামগ্রী, চ্যানেল আইতে নাটক ও টেলিফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ। নীলাঞ্জনা নীলা, নাজিফা আনজুম, নাদিয়া আফরিন, সুপ্রিয়া শবনম ও ফাহমিদা তাসনিম এই পাঁচ কন্যা শনিবার লড়েছেন সেরা সুন্দরী হবার চূড়ান্ত প্রতিযোগিতায়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৪ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
বিচারকের আসনে ছিলেন- সুবর্ণা মুস্তফা, অপি করিম ও তাহসান। বিচারকদের রায় এবং দর্শকদের দেয়া অনলাইন ভোটের মাধ্যমে নির্ধারণ হয়েছে এবারের সেরা সুন্দরী।