স্টাফ রিপোর্টারঃ চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই নারীসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজধানীর ৭০/জি ভবনের ৫ম তলা থেকে পল্টন মডেল থানা পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- সুমাইয়া শরীফ, সালমা ও রুদ্র। তাদেকে পল্টন মডেল থানায় নেয়া হয়েছে। পল্টন থানার এএসআই খালিদ বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগী মোহাম্মদ আলী জানান, পত্রিকায় বিজ্ঞাপন দেখে তারা এখানে যোগাযোগ করেন। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে আজ অফিসে আসতে বলা হয়। আসার পর তাদের কাছ থেকে হোস্টেল ফি বাবদ ৫০০০ টাকা দাবি করা হয়। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারপিট করা হয়।