স্টাফ রিপোর্টারঃ গাজীপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ভোরে পুলিশ পারটেক্স গ্রুপের দু’টি কারখানার ৪৫ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে ও আটককৃতদের মুক্তির দাবিতে ওই দুই কারখানার শ্রমিকেরা গতকাল সকাল থেকে কর্মবিরতি ও বিােভ করেছেন। তারা শিগগিরই বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার সময় পুলিশ শ্রমিকদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর, লুট ও তছনছ করেছে।
এলাকাবাসী ও শ্রমিকেরা জানান, বৃহস্পতিবার ভোরে জয়দেবপুর থানার অর্ধশতাধিক পুলিশ গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার পারটেক্স গ্রুপের কারখানায় প্রবেশ করে কারখানার ডরমেটরি ও বাসা থেকে ৪৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা সবাই পারটেক্স গ্রুপের দুইটি কারখানা পারটেক্স ডেনিম লিমিটেড ও পারটেক্স ডেনিম মিলস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক।
বুধবার রাতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মরহুম ইয়াদ আলীর ছেলে জাকারিয়া হোসেন নামে এক ব্যবসায়ী জমি দখলের চেষ্টার অভিযোগে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করে।
তবে কারখানার ডিজিএম নিজাম উদ্দিন জমি দখলের চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার রাতে দুই শতাধিক পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ কোনো কারণ ছাড়াই কারখানার উত্তর পাশের বনের জমি দিয়ে প্রবেশ করে কারখানার ডরমেটরি থেকে দরজা-জানালা ভেঙে পারটেক্স গ্রুপের দু’টি কারখানা পারটেক্স ডেনিম লিমিটেড ও পারটেক্স ডেনিম মিলস্ লিমিটেডের ৪৫ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিককে আটক করে দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে যায়। পুলিশ এ সময় বিভিন্ন কক্ষে ভাঙচুর ও তছনছ করে এবং ল্যাপটপ, মোবাইল ফোনসহ কর্মীদের বিভিন্ন মালামাল লুট করে।