স্টাফ রিপোর্টারঃ ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও জাতীয় স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এরইমধ্যে সরকার সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া শুরু করেছে।
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনে সফলতা এবং কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়নের জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,বিভিন্ন সেবামূলক ও উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর সদস্যদের অবদান আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। সেনাসদস্যগণ দেশের বাইরেও তাদের কর্মদক্ষতার পরিচয় রাখছেন। তার তাদের কর্মদক্ষতার যে সাফল্য দেখিয়ে সমগ্র জাতির আস্থা অর্জন করেছে। দেশ ও জাতির প্রয়োজনে সেনাবাহিনীকে আরো অবদান রাখতে হবে।
এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৪, ৩৬ ও ৩৮ নম্বর ইউনিটকে বেঙ্গল ন্যাশনাল স্ট্যন্ডার্ড প্রদান করবেন।
এছাড়াও প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগরের মুরাদপুর- লালখান বাজারে ফ্লাই ওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন।