স্টাফ রিপোর্টারঃ শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকার আলাল মার্কেটে দর্জির কাজ শিখানোর কথা বলে ১১ নভেম্বর মঙ্গলবার সন্ধায় দোকানের নিয়ে বল পূর্বক শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার নয়নপুর এলাকার হামায়ুনের বাড়ীর ভাড়াটিয়া শাহানাজ আক্তার (১২) ফরিদপুর এলাকার আলাল মার্কেটের হাসনাতের দর্জির দোকানে ৬ মাস ধরে দর্জির কাজ প্রশিক্ষন দিয়ে আসছে।
মঙ্গলবার সন্ধায় দোকান মালিক হাসনাত শাহানাজকে মার্কেটের নির্জনে ঢেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে হাসনাত মোবইল ফোনে মার্কেট মালিক আলালকে ঢেকে ওই স্থানে নেয়। পরে দু’জনে ভয়-ভিতী দেখিয়ে ৫শ’টাকা দিয়ে বল প্রয়োগ করে শাহানাজকে শুইয়ে তার পড়নের কাপড় চোপর খুলতে শুরু করে।
এ সময় তার ডাক-চিৎকারে আশ-পাশের লোক এসে তাকে উদ্ধার করে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজনগর গ্রামের মো: আলাল মেত্রীর কন্যা। শাহানাজ মা-বাবা নিয়ে নয়নপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
শ্রীপুর মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।