স্টাফ রিপোর্টার/গাজীপুর অনলাইনঃ ইসলাম, হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে অপসারিত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার দাবি করেছে হেফাজতে ইসলাম। তা না হলে ঢাকা ঘেরাও-লাগাতার হরতালের হুঁশিয়ারি দিয়েছেন কওমি মাদরাসাভিত্তিক এ সংগঠনটি।
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আহমদ শফী ও মহাসচিব জুনাইদ বাবুনগরী এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানিয়েছেন। রবিবার রাতে হেফাজতের প্রচার সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি ইসলামের মৌলিক ইবাদত হজ নিয়ে কটূক্তি ও মহানবী সম্পর্কে ধৃষ্টতামূলক মন্তব্যকারী স্বঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকী বিমান বন্দরে অবতরণ করেছেন। আমরা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে বলতে চাই, তাকে (লতিফ সিদ্দিকী) বিমানবন্দর থেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তারা বলেন, সরকার ইসলামের এ প্রকাশ্য শত্রুকে নিয়ে ইঁদুর-বিড়াল খেললে দেশের নবীপ্রেমিক মুসলমানরা ঘরে বসে থাকবে না। তাকে কোনো অপকৌশলে বাঁচানোর চেষ্টা হলে হেফাজত ইসলাম দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ঢাকা ঘেরাওসহ লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতৃদ্বয় বলেন, বাংলার মাটিতে লতিফ সিদ্দিকীর মতো স্বঘোষিত নাস্তিক-মুরতাদের জায়গা হবে না। হেফাজতের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা হলে তা পালনে সর্বস্তরের মুসলমানদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।