ডেস্কঃ বলিউডের সুপারস্টার সালমান খানের বাড়িয়ে বাজছে বিয়ের সানাই। অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছেন। কোনো ঘোষণা ছাড়াই সালমান কাকে বিয়ে করতে যাচ্ছে।
তবে খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। কারণ বিয়েটা সালমানের নয়, তার বোন অর্পিতার। উঠতি মডেল তথা অভিনেতা আয়ুষ শর্মার সঙ্গে বিয়ে হবে সালমান খানের ছোট বোন অর্পিতার।
বিয়ের অনুষ্ঠান হবে হায়দ্রাবাদের ফলকনামা প্যালেসে। ৩ কোটি রুপি দিয়ে প্যালাসটি ভাড়া নিয়েছেন খান পরিবার। বিয়েটা যাতে এক্কেবারে লোকজনের চোখ ধাঁধিয়ে দেওয়া যায় সে জন্য খানদের পক্ষ থেকে কোনো কমতি রাখা হচ্ছে না।
চলতি মাসের ১৪ তারিখে অর্পিতা-আয়ুষ শর্মার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এক্কেবারে রূপকথার মতো করে বিয়ের অনুষ্ঠানটা প্ল্যান করছেন খানরা।
খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বিয়ের দিনটি এই পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই ঠিক ৫০ বছর আগে বিয়ে হয়েছিল সালমান খানের বাবা আর মা অর্থাৎ সেলিম আর সালমা খানের। বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী আর ছোট বোনের বিয়েটা এক ব্র্যাকেটে নিয়ে এসে উৎসবটাকে আরও রঙচঙে করতে চাইছেন সালমানরা।
যেখানে বিয়ের আসর বসছে, সেই বাড়িটা দেশের অন্যতম খরচ সাপেক্ষ এক বিয়ে বাড়ি। এই প্রকাণ্ড প্রাসাদটিতে এক সময়ে থাকতেন হায়দ্রাবাদের নিজাম রাজপরিবারের লোকেরা। অতি সাম্প্রতিক বাড়িটি হোটেলে রূপান্তরিত হয়েছে। দেশের অন্যতম ‘ল্যাভিস’ হোটেলের মধ্যে এর স্থান হয়েছে।
মূল হায়দ্রাবাদ থেকে ২ হাজার ফুট উপরে এর অবস্থান। ফলকনামা কথাটার অর্থ ‘আকাশের আয়না’। প্রাসাদের সিঁড়ি মার্বেল বাঁধাই, রয়েছে ফোয়ারা, দেওয়ালে দেওয়ালে টাঙানো রয়েছে নানা আর্ট সামগ্রী। প্রকাণ্ড এক খানাপিনার ঘরও আছে।
খান পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে হায়দ্রাবাদে মূল বিয়ের আসর বসছে। কিন্তু বাদ বাকি অনুষ্ঠান, আমন্ত্রণ, পার্টি সবই হবে মুম্বাইয়ে। গোয়াতেও আলাদা একটা পার্টি রাখা হয়েছে।
বিয়ের মেনুতে যা থাকছে দুর্দান্ত সব বিয়িরানি আর মাংসের নানা পদ। শোনা যাচ্ছে, অতিথিদের জন্য ১০ রকমের বিরিয়ানি আর ১০ রকমের মাটন ডিশের অর্ডার ইতোমধেই জমা পড়েছে। পদের সংখ্যা বাড়তে পারে। এছাড়াও আলাদা করে একটা দম পুখ কর্নার রাখা হচ্ছে। সেখানে আলাদা আলাদা দম পুখ খাবার অপেক্ষা করবে অতিথিদের জন্য। এর পাশে কিছু ভেজ ডিশ আর টুকটাক ইতালিয়ান পাস্তা-টাস্তাও থাকবে। সালাদও থাকছে নানা রকমের।
এদিকে, বিয়েতে অতিথি তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সঙ্গে থাকবেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিসহ বিজেপির প্রথম সারির নেতারাও।
তবে শোনা যাচ্ছে, মোদি নিজে হয়তো আসতে পারবেন না। তবে তিনি ভিডিও কমফারেন্সে নবদম্পতিকে আশীর্বাদ করবেন। আর অতিথি তালিকায় বলিউড সেলিব্রেটিরাতো থাকছেনই। এদের মধ্যে আছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সঙ্গে তিনি মাকেও নিয়ে আসবেন । সোনাক্ষি সিনহা আসবেন গোটা পরিবারের সঙ্গে, স্বপরিবারে আসবেন আরেক অভিনেত্রী রাণী মুখার্জীও।
এছাড়া থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিনতা, আমির খান, কারিনা-সাইফ, কাজল-অজয় দেবগন। সপরিবারে সঞ্জয় দত্তকেও দেখা যাবে। থাকবেন কোরিওগ্রাফার প্রভুদেবা, চিরঞ্জীবী, নাগার্জুন, ভেঙ্কটেশ, শ্রেয়া শরণ, মহেশ বাবুর মতো দক্ষিণী তারকারাও।