স্টাফ রিপোর্টারঃ একজন ফিরেছেন নির্বাসন থেকে-সাকিব আল হাসান। আরেকজনের মাথায় ছিল ‘অধারাবাহিকতা’র অপবাদ-তামিম ইকবাল। এই টেস্টে খারাপ করলে তার ওপেনিং পজিশন শঙ্কায় পড়ে যেত। সেই দুজনই বাংলাদেশকে দ্বিতীয় দিনে চালকের আসনে বসিয়েছেন। বোতলবন্দী করে ফেলেছেন অতিথি বোলারদের।
গতকাল শুরু থেকেই সতর্কতার সঙ্গে ব্যাট চালান তামিম। নিজের স্বভাববিরুদ্ধ কচ্ছপ গতিতে আজ সকালে তুলে নেন শতক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বল খেলে সেঞ্চুরি করেন তিনি। ৩১২ বল।
অন্যদিকে গতকাল শেষ বিকেলে রিয়াদ ফিরে গেলে তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন তার সেই বিকেএসপি জীবনের বন্ধু সাকিব আল হাসান। তাদের এই বন্ধুত্বটা জাতীয় দলে ঢোকার পর আরো দৃঢ় হয়েছে। জাতীয় দলের অনেক ক্রিকেটারের মুখেই শোনা যায়, সাকিব-তামিম সব সময় এক থাকেন। গুঞ্জন আছে, একবার জিম্বাবুয়েতে বসে এই দুই বন্ধুর কারণে দলের ভেতর কোন্দল শুরু হয়। সেই থেকে দুজনের আচার ব্যাবহারে বেশি একটা সখ্যতা দেখা যায় না ঠিকই। তবে অফস্ক্রিনে এখনো তারা-বন্ধুর বন্ধু।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে ৪৩৩ রান করে খেলাটি ইনিংস ব্রেকে রয়েছে।