স্টাফ রিপোর্টারঃ চতুর্থ দিনের শুরুতেই পরপর দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারে আরো একটি পাঁচ উইকেট-কীর্তি নিজের করে নিলেন তিনি। ৩৬৮ রানে তারা অল আউট হন।
বাংলাদেশের সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়ে থাকা হ্যামিল্টন মাসাকাদজাকে বোল্ড করার পর অধিনায়ক-কিপার মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে ফিরিয়েছেন ম্যালকম ওয়ালারকে।
সাকিবের পাশাপাশি খুলনা টেস্টের চতুর্থ দিন সকালে নিজের বলে দারুণ এক ক্যাচ নিয়ে চাকারাকে ফিরিয়েছেন রুবেল। একই ওভারে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন এমশাংগুইকে।
সাকিব-রুবেলের জোড়া আঘাতে এই মুহূর্তে বেশ বেশামাল জিম্বাবুয়ে।