স্টাফ রিপোর্টারঃ সাকিবের জয় জয়কার শুধু দেশেয় নয় সারা বিশ্বে আজ তার জয়ের প্রতিফলিত হচ্ছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও দশ উইকেট নেয়ার বিরল রেকর্ড ছিল ১৯৮৩ সালে। আর এর জন্য আমাদের এক, দুই বছর নয় অপেক্ষা করতে হয়েছে ৩১ বছর।
সাকিবের এসাফল্য বিবিসি , সিএনএন, ডন জিও নিউজ, টাইম অফ ইন্ডিয়া, হিন্দুসহ বেশ কয়েকটি আর্ন্ত জাতিক গণমাধ্যম এ নিয়ে খবর প্রচার করেছে ফলাও করে।
এর মধ্যে পাকিস্তানের ডন পত্রিকাটি করেছে সাকিবের ভূয়ষি প্রশাংসা করলেও এনিয়ে ভারতের আনন্দ বাজার পত্রিকার নিউজ চোখে পড়ার মতো নয়।
বিবিসি নিউজে তাকে নিয়ে লিখেছে, বাংলাদেশে আলরাউন্ডার সাবিক আল হাসান টেস্ট ম্যাচে ১০ উইকেট ও একটি শতরান করে ইতিহাসে তৃতীয় প্লেয়ার হিসেবে নিজেকে চিহ্নিত করেছে।
এদিকে পাকিস্তানের ডন পত্রিকায় লিখেছে, বাংলাদেশের সিরিজ জয়ে শুক্রবার দ্বিতীয় টেস্ট ম্যাচে সাকিক আল হাসান জিম্বাবুয়েকে বেত্রাঘাত হিসেবে ১৬২ রান ও ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইয়ার্ন বোথাম এবং ইমরান খানের রেকর্ড ভাংলেন সাকিব।
এর মধ্যে পাকিস্তানের ডন পত্রিকাটি করেছে সাকিবের ভূয়ষি প্রশাংসা করলেও এনিয়ে ভারতের আনন্দ বাজার পত্রিকার নিউজ চোখে পড়ার মতো নয়।
বিবিসি নিউজে তাকে নিয়ে লিখেছে, বাংলাদেশে আলরাউন্ডার সাবিক আল হাসান টেস্ট ম্যাচে ১০ উইকেট ও একটি শতরান করে ইতিহাসে তৃতীয় প্লেয়ার হিসেবে নিজেকে চিহ্নিত করেছে।
এদিকে পাকিস্তানের ডন পত্রিকায় লিখেছে, বাংলাদেশের সিরিজ জয়ে শুক্রবার দ্বিতীয় টেস্ট ম্যাচে সাকিক আল হাসান জিম্বাবুয়েকে বেত্রাঘাত হিসেবে ১৬২ রান ও ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে ইয়ার্ন বোথাম এবং ইমরান খানের রেকর্ড ভাংলেন সাকিব।