স্টাফ রিপোর্টারঃ কাভার্ড ভ্যান চাপায় এক অলঙ্কার ব্যবসায়ী নিহতের ঘটনায় রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর করেছে ব্যবসায়ীরা। এ সময় ঐ মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সোয়া আটটার দিকে জৈনা বাজারের অলঙ্কার ব্যবসায়ী আফছার উদ্দিন (৩৮) ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন।
আফসার উদ্দিন গাজীপুরের শ্রীপুরের নয়াপাড়া গ্রামের মৃত হাজি নসম উদ্দিনের ছেলে।
তিনি মোটরসাইকেলযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ী থেকে জৈনা বাজারের দিকে যাচ্ছিলেন।
এ খবর ছড়িয়ে পড়লে জৈনা বাজারের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করে। ব্যবসায়ীদের সড়ক অবরোধের সাথে স্থানীয় লোকজনও অংশগ্রহণ করে। পরে নেতৃস্থানীয় লোকজনের অনুরোধে বিক্ষুব্ধরা গাড়ি ভাঙচুর বন্ধ করে সড়ক অবরোধ করে রাখে। এতে জৈনা বাজারের দুই পাশে কমপক্ষে ২০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
পরে রাত সোয়া ১০টার দিকে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে পুরানরায় যানচলাচল শুরু হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। নিহতের লাশ তার স্বজনেরা তার নিজ বাড়ি শ্রীপুরের নয়াপাড়ায় নিয়ে গেছে।