স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় ষ্টিভ কিম মিশন স্কুলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে মৌলবাদী গোষ্টি। এঘটনায় জড়িত থাকার সন্দেহে ৫জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষক, অনেক ছাত্র ও এলাকার অনেক লোকজন পালিয়ে গেছে।
ক্লাস চলাকালে অতর্কিতে লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই শতাধিক মৌলবাদী লোকজন স্কুলে ঢুকে ছাত্র-ছাত্রীদের ক্লাস রুম থেকে বের করে হামলা চালায়।
এসময় কম্পিউটার, প্রজেক্টর, আসবাপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে করে এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল, স্কুলের বই -খাতা ,খ্রিষ্ট সংগীত গান বই পানিতে ফেলে নষ্ট করে। মুসলমান শিক্ষার্থীদের ধর্মান্তরিত করার অভিযোগ তুলে এ হামলা হলেও কর্মকর্তা, শিক্ষক, প্রতিবেশী সবাই তা মানতে নারাজ।
হামলায় ভীত হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। তারাও বলছে স্বাভাবিক শিক্ষা দেয়া হচ্ছে তাদের। ধর্মান্তরিত হবার মত কোন ধরণের শিক্ষা তাদের দেয়া হয়না।
স্থানীয় দুইটি মাদ্রাসার শিক্ষক উস্কানি দেয় তাদের ছাত্র ও এলাকার ধর্মভীতু লোকজনকে নিয়ে এ হামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে । তারা হলো - আক্তার হোসেন(৩৭), রহমান (৪০), বাবু(২৪), ফারুক হোসেন (২৪) ও আল আমিন(২৪)। যারা আটক হয়েছে তারা সবাই বলছে কোনভাবেই ওই ঘটনায় জড়িত নয় তারা। ঘটনার পর ওই স্কুল ও এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাটি তদন্ত করছে।
প্রতিষ্ঠানের ম্যানেজার সুয়েজ গোমেজ জানান, এ ঘটনায় তাদের প্রায় পৌনে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিদেশী অর্থায়নে লাভ বাংলাদেশ মিশন নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি চলতি বছর স্থাপনের পর নার্সারি ক্লাস থেকে চতুর্থ শ্রেনী পর্যন্ত শিক্ষা দেয়া হচ্ছে। বর্তমানে দরিদ্র ও নিম্ম আয়ের পরিবারের ২শ৩০ জন শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষা দিচ্ছে এ প্রতিষ্ঠানটি।