স্টাফ রিপোর্টারঃ টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ১০তলা ভবনের কাজ সম্পন্ন ৬ষ্ঠ তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
একাডেমিক মিলনায়তনে অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জয়নাল আবেদীন, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোঃ ইলিয়াস, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সফিকুল ইসলাম সফিক, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি মসুরুল ইসলাম মিলন, এড. রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুনুর রশিদ মোল্লা, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
উল্লেখ্য, এই প্রথম গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক ১০তলা ভবন নির্মাণ করা হয়েছে।