স্টাফ রিপোর্টঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা বৃহস্পতিবার দুপুরে টঙ্গীস্থ হা মীম গ্রুপের একটি পোশাক কারখানা পরিদর্শন করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান কারখানার নারী শ্রমিকেরা।
মজীনা ওই পোশাক কারখানার ৭টি ইউনিট ঘুরে দেখেন। প্রথমে তিনি কারখানার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন হা মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদ, কোম্পানি ডি এম এম লেফটেনেন্ট কর্নেল মো: দেলোয়ার হোসেন, মেজর মোফাখখর, ইডি ব্রি: জে: মন্ডলসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে তিনি কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক মহড়া উপভোগ করেন। সকাল ১০টার দিকে মজীনা হেলিকপ্টারযোগে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে নেমে কারখানায় আসেন।