স্টাফ রিপোর্টারঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, এদেশের ছেলেরা ১৯৯২ সালের পর থেকে ক্রিকেট খেলায় ব্যাপক উন্নয়ন করেছে। তারা একের পর এক ওয়ানডে ও সিরিজ ম্যাচ জিতে দেশের মুখ উজ্জ্বল করছে।
গতকাল সোমবার বিকেলে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ মাঠে টঙ্গী থানা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টার গোল্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি’র সভাপতিত্বে ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়, গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুণ-অর-রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মো. আজমত উল্লা খান, বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, মো. ফজলুল হক, এড. ওয়াজউদ্দিন মিয়া, অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, মো. শহীদ উল্লাহ মোল্লা, টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি এমএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া প্রমুখ।
তিনি আরও বলেন, আজ এই টুর্ণামেন্টে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকেও একদিন কৃতী ক্রিকেটার তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।