ডেস্ক রিপোর্টঃ গাজীপুর অঞ্চলের কর কমিশনার এ কে এম বোরহান উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
বহিষ্কৃত বোরহান জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কর আদালত ট্রাইব্যুনালের সদস্য ছিলেন।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এ কে এম বোরহান উদ্দিন চাকরিবিধি ভঙ্গ, অসদাচরণ ও নিয়ম বহির্ভূত সুবিধা গ্রহণ করে আসছিলেন। সম্প্রতি তদন্তে এ সব প্রমাণিত হয়।
একই সঙ্গে অদক্ষতা, অসদাচরণ ও অকর্মকর্তাসুলভ আচরণের জন্য তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তবে চাকরিবিধি অনুসারে, তিনি খোরপোষ ভাতা পাবেন।
জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-২ (কর)-এর উপ-সচিব বিকাশ চন্দ্র সিকদার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি জারি করা হয়।
তবে তিনি কী ধরনের অসদাচরণ ও চাকরিবিধি ভঙ্গ করেছেন, তা প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।