স্টাফ রিপোর্টারঃ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শহীদ বেদিতে ফুল দিয়ে ১৯৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়ের কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।
পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে দলের নেতাকর্মীদের নিয়ে আবারো স্মৃতিসৌধে ফুল দেন শেখ হাসিনা।
এরপর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন দেশের কূটনীতিক শ্রদ্ধা নিবেদন করেন।
পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সেখানে। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধ।
এদিকে সাভার স্মৃতিসৌধ ও এর আশপাশে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।